IQNA

বিপ্লব বার্ষিকীতে ইরানের প্রেসিডেন্টের ঘোষণা

'না প্রাচ্য না পাশ্চাত্য’ স্লোগানে অটল রয়েছে ইরান

14:49 - February 11, 2022
সংবাদ: 3471413
তেহরান (ইকনা): ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের ইসলামি শাসনব্যবস্থা ‘না প্রাচ্য না পাশ্চাত্য’ স্লোগানে অটল রয়েছে। তিনি ইসলামি বিপ্লবের ৪৩তম বিজয় বার্ষিকীর দিন তেহরানের জুমার নামাজের খুতবার আগে সমবেত মুসল্লিদের উদ্দেশে দেয়া ভাষণে এ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বিপ্লব বার্ষিকী উপলক্ষে ইরানি জনগণের পাশাপাশি বিশ্বের সকল স্বাধীনচেতা মানুষকে অভিনন্দন জানান। ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনী (রহ.) ও বিপ্লবের সময় শাহ সরকার বিরোধী আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন প্রেসিডেন্ট রায়িসি। পার্সটুডে
 
১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের বিজয়ের মাধ্যমে ইরান থেকে আমেরিকার তাবেদার স্বৈরাচারী শাহ সরকার উৎখাত হয়। সেইসঙ্গে দেশটিতে আড়াই হাজার বছরের রাজতান্ত্রিক শাসনব্যবস্থার পতনের মাধ্যমে ইসলামি প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
 
প্রেসিডেন্ট রায়িসি বিজয় দিবসের ভাষণে আরো বলেন, ইরানের ইসলামি বিপ্লবে ধর্মের যেমন ভূমিকা ছিল তেমনি জনগণই এই বিপ্লব করেছে এবং তারাই এই বিপ্লবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, শীতল যুদ্ধের উত্তেজনা যখন তুঙ্গে এবং বিশ্বের বিভিন্ন দেশের বিপ্লবগুলো যখন প্রাচ্য কিংবা পাশ্চাত্যের যেকোনো একটি শক্তির ওপর নির্ভর করে সংঘটিত হচ্ছিল, তখন প্রাচ্য ও পাশ্চাত্য উভয় শক্তিকে প্রত্যাখ্যান করে ইরানের বিপ্লব ঘটেছিল। সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন, ইরানের ইসলামি শাসনব্যবস্থা বিপ্লবের দিনগুলোর সেই ‘না প্রাচ্য না পাশ্চাত্য’ স্লোগানে অটল রয়েছে এবং ভবিষ্যতেও অটল থাকবে ইনশা আল্লাহ। iqna

 

captcha