IQNA

আমেরিকায় ফিলিস্তিনি শিশুর ভয়ঙ্কর হত্যাকাণ্ডে বাইডেনের প্রতিক্রিয়া

0:01 - October 17, 2023
সংবাদ: 3474515
আমেরিকা (ইকনা): মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে এক ফিলিস্তিনি শিশুকে হত্যার পর, জো বাইডেন এই পদক্ষেপকে ঘৃণামূলক অপরাধ বলে অভিহিত করেছেন এবং এর নিন্দা করেছেন।

জোসেফ জুবা মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর প্লেইনফিল্ডে এই শিশুটির ৩২ বছর বয়সী মাকে ছুরিকাঘাত করেছিলেন। মা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও আঘাতের তীব্রতায় হাসপাতালেই মারা যায় শিশুটি। শিশুটিকে ওই ব্যক্তি ২৬ বার ছুরি দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় শিশুটির মা গুরুতরভাবে আহত হয়েছেন।
 
শিকাগোর একজন ৭১ বছর বয়সী ব্যক্তিকে মুসলিম বিদ্বেষের উদ্দেশ্য নিয়ে ৬ বছর বয়সী মুসলিম ছেলেকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
 
স্থানীয় পুলিশ কার্যালয় ঘোষণা করেছে যে, শুধুমাত্র মুসলমান হওয়ারকারণে তাদের উপর হামলা চালানো হয়েছে। হত্যাকারী ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ দ্বারা প্রভাবিত হয়েছিল।
 
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যখন দখলদার ইসরাইল লাগাতার হামলা চালিয়ে শত শত মানুষকে প্রতিদিন হত্যা করছে এবং মার্কিন গণমাধ্যমগুলো যখন অব্যাহতভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে তখন শনিবার এই মর্মান্তিক ঘটনা ঘটলো।
 
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শিশুটিকে হত্যা ও তার মাকে মারাত্মকভাবে আহত করার পর উগ্রবাদী শ্বেতাঙ্গের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। শিশুটির মাকেও ছুরি দিয়ে কয়েকটি আঘাত করা হয়েছে তবে আশা করা হচ্ছে- তিনি বেঁচে যাবেন। 
 
শিকাগো থেকে ৪০ মাইল দূরের প্লেইনফিল্ড উপশহরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। হত্যাকাণ্ডের সময় উগ্রবাদী শ্বেতাঙ্গ লোকটি চিৎকার করে বলেছে, “তোমরা মুসলমান, তোমাদেরকে অবশ্যই মরতে হবে।”
 
দ্য কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশন্সের (সিএআইআর) শিকাগো চ্যাপ্টারের পরিচালক আহমেদ রিহাব এক বিবৃতিতে জানিয়েছেন, 'আমাদের হৃদয় আজ ভারাক্রান্ত। আমরা নিষ্পাপ শিশু ও তার মায়ের জন্য প্রার্থনা করছি।'
 
সংস্থাটি নিহত বালক ওয়াদিয়া আল-ফাইউমি ও তার মা হানান শাহিনের পরিচয় প্রকাশ করে। তারা জানায়, মাত্র কয়েক সপ্তাহ আগেই শিশুটি তার ষষ্ঠ জন্মদিন পালন করেছে।
আমেরিকায় ফিলিস্তিনি শিশুর ভয়ঙ্কর হত্যাকাণ্ডে বাইডেনের প্রতিক্রিয়া
captcha