IQNA

শেখ নাঈম কাসেমের ঘোষণা;

হিজবুল্লাহ যেকোনো পদক্ষেপের জন্য প্রস্তুত

11:19 - October 25, 2023
সংবাদ: 3474558
লেবানন (ইকনা): দখলদারদের সাথে সংঘর্ষে এই হিজবুল্লার উপস্থিতির উপর জোর দিয়ে লেবাননের হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল জোর দিয়ে বলেছেন যে হিজবুল্লাহ যেকোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত রয়েছে।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, তার সংগঠন এরইমধ্যে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং হিজবুল্লাহ যোদ্ধারা যুদ্ধের প্রাণকেন্দ্রে রয়েছে। তিনি আরো বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকাকে রক্ষার জন্য বন্দুকের ট্রিগারে আঙ্গুল রয়েছে হিজবুল্লাহ যোদ্ধাদের।
 
গতকাল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত এক পোস্টে শেখ নাঈম কাসেম বলেন, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন প্রতিহত করা এবং গাজাকে রক্ষার জন্য যা প্রয়োজন তার সবই করবে হিজবুল্লাহ। শেখ নাঈম কাসেম বলেন, গাজার নারী ও শিশুদের বিরুদ্ধে যে নৃশংস বর্বরতা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল, তার দায় দায়িত্ব আমেরিকা এবং ইউরোপকে বহন করতে হবে। 
 
শেখ নাঈম কাসেম এমন সময় এ বক্তব্য দিলেন যখন হিজবুল্লাহ যোদ্ধারা লেবানন সীমান্তে ইহুদিবাদী ইসরাইলের সাথে প্রতিদিনই যুদ্ধ করছে। তবে দুই পক্ষের মধ্যে এখনো সর্বাত্মক যুদ্ধ দেখা যায়নি। গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের ভেতরে অভিযান চালানোর পর থেকে হিজবুল্লাহ বলে আসছে, ইসরাইলি সেনারা যদি গাজায় স্থলে অভিযান চালায় এবং বিদেশি কোনো শক্তি ইসরাইলের পক্ষে গাজায় হস্তক্ষেপ করে তাহলে হিজবুল্লাহ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে। ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তারাও হিজবুল্লাহর সম্ভাব্য জড়িয়ে পড়ার বিষয়ে অনেকটা উদ্বেগ রয়েছেন। তারা নানা রকমের হুমকি ও হুঁশিয়ারির মধ্যদিয়ে হিজবুল্লাহকে এই যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত রাখার চেষ্টা করছেন।
captcha