IQNA

গাজা আক্রমণ শেষ না হওয়া পর্যন্ত ইসরাইলি জাহাজের সাথে সংঘর্ষ অব্যাহত থাকবে

15:55 - December 04, 2023
সংবাদ: 3474754
তেহরান (ইকনা): ইয়েমেনের সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে যে ইসরাইলি জাহাজের সাথে মোকাবিলা করা নিপীড়িত ফিলিস্তিনি জাতিকে সমর্থন করার জন্য ইসলামী উম্মাহর ইচ্ছা এবং গাজার বিরুদ্ধে ইহুদিবাদী শাসকের সামরিক আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।
লোহিত সাগরে আরো দু’টি ইসরাইলি জাহাজে হামলা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ওই বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বর্বরোচিত হামলা স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে।
 
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি বলেছেন, গতকাল (রোববার) সকালে বাব আল-মান্দেব প্রণালিতে ‘ইউনিটি এক্সপ্লোরার’ ও ‘নাম্বার নাইন’ নামক দু’টি ইসরাইলি জাহাজে হামলা চালানো হয়েছে।
 
তিনি বলেন, প্রথম জাহাজটিতে একটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এবং দ্বিতীয় জাহাজটিতে একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইয়েমেনের নৌবাহিনীর সতর্ক সংকতে উপেক্ষা করার পর এসব জাহাজে হামলা চালানো হয়েছে।  হামলায় উভয় জাহাজের ক্ষতি হয়েছে বলে পশ্চিমা সূত্রগুলো জানিয়েছে।
 
ইয়েমেনের এই সেনা মুখপাত্র বলেন, ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি জানিয়ে আমরা ইহুদিবাদীদের জাহাজগুলোর স্বাভাবিক চলার পথে প্রতিবন্ধকতা তৈরি করেছি। সারিয়ি বলেন, “যতদিন আমাদের গাজাবাসী ভাইদের বিরুদ্ধে হামলা বন্ধ না হচ্ছে ততদিন আমরা ইসরাইলি জাহাজগুলোকে লোহিত সাগর ও আরব সাগর পার হতে দেব না।”
 
ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, আমরা আজ আমেরিকা ও ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের মধ্যে আছি এবং গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ যুদ্ধ অব্যাহত থাকবে।
 
গত অক্টোবরের শুরুতে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যাকর ওপর বিমান হামলা শুরু করার পর থেকে দক্ষিণ ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। এরপর গত ১৯ নভেম্বর ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজ আটক করে।
captcha