IQNA

রমজানের প্রাক্কালে ইসরাইলের অপরাধ বন্ধে মুসলিম বিশ্বের বাস্তব পদক্ষেপ গ্রহণের অনুরোধ

1:45 - March 12, 2024
সংবাদ: 3475223
ইকনা: পবিত্র রমজান মাসের প্রাক্কালে, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে, বিশেষ করে গাজায় অবিলম্বে ইহুদিবাদী শাসকদের আগ্রাসন বন্ধ করার জন্য এবং আল-আকসা মসজিদ রক্ষা করার জন্য ইসলামী দেশগুলোর নেতা এবং জাতির আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

আগ্রাসন পুরোপুরি বন্ধ করে গাজা উপত্যকা থেকে সব সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। পবিত্র রমজান মাস শুরুর আগ মুহূর্তে রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ প্রত্যয় জানান।

হানিয়া বলেন, “যে চুক্তি গাজা উপত্যকার ওপর ইসরাইলি যুদ্ধ বন্ধ করে না অথবা বাস্তুচ্যুত মানুষদেরকে তাদের ঘরবাড়িতে ফেরার নিশ্চয়তা দেয় না কিংবা গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী শত্রু সেনাদের প্রত্যাহার করার গ্যারান্টি থাকে না আমরা সেরকম চুক্তি চাই না।”

তিনি বলেন, সম্ভাব্য যেকোনো চুক্তিতে গাজার মানবিক পরিস্থিতিও অন্তর্ভুক্ত থাকতে হবে। এর মধ্যে রয়েছে ত্রাণ ও আশ্রয় এবং উপত্যকার পুনর্গঠন। হামাস নেতা বলেন, “আমাদের জনগণের মানবিক ইস্যুগুলোর সমাধান বিশেষ করে উত্তর গাজার মানুষদের- যেখানে নারী, শিশু ও বৃদ্ধ ব্যক্তিরা শত্রুর চাপিয়ে দেয়া ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছে, সেসবের সমাধান যে চুক্তিতে থাকবে না সে চুক্তি আমরা করব না।”

হানিয়া বলেন, সম্ভাব্য চুক্তির আলোচনায় হামাস এসব নীতিমালার আলোকে সর্বোচ্চ ইতিবাচক মনোভাব ও দায়িত্বজ্ঞান প্রদর্শন করেছে।  তিন ধাপে চুক্তি বাস্তবায়ন হতে পারে এবং দখলদার সরকারকে তা বাস্তবায়নে বাধ্য করার জন্য আন্তর্জাতিক গ্যারান্টি থাকতে হবে। এখন পর্যন্ত ব্যাপকভিত্তিক আলোচনা সত্ত্বেও গাজা যুদ্ধ বন্ধ বা বন্দি বিনিময়ের কোনো চুক্তি না হওয়ায় তিনি ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেন।

captcha