IQNA

পবিত্র কুরআনের আয়াতে সুসজ্জিত হল হযরত আব্বাস (আ.)এর নতুন জরিঘর + ছবি

14:38 - April 03, 2016
সংবাদ: 2600548
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের নতুন জরিঘর স্থাপন করা হচ্ছে।


বার্তা সংস্থা ইকনা: হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের নতুন জরিঘরে সোনা ও রুপার পাতের ওপর পবিত্র কুরআনের আয়াত লিখিত প্লেট লাগানোর কাজ শুরু করা হয়েছে। পবিত্র মাযারের দক্ষ কর্মীগণ এ কাজ শুরু করেছেন।

ইরাকের বিখ্যাত লিপিবিশারদগণ সোনা ও রুপার পাতের ওপর পবিত্র কুরআনের আয়াতে ক্যালিগ্রাফি করেছেন এবং অতি সূক্ষ্ম ভাবে পবিত্র কুরআনের আয়াত ও আরবি কবিতা লিখেছেন।

হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের নতুন জরিঘরে সুরা নূরের ৩৪ থেকে ৪২ নম্বর আয়াত

(وَلَقَدْ أَنزَلْنَا إِلَيْكُمْ آيَاتٍ مُّبَيِّنَاتٍ وَمَثَلاً مِّنَ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِّلْمُتَّقِينَ) থেকে )وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَإِلَى اللَّهِ الْمَصیر)

পর্যন্ত লেখা হয়েছে। ১৮ মিটার দৈর্ঘ্য ও ৪২ মিটার প্রস্থ বিশিষ্ট পাতে এসকল আয়াত লেখা হয়েছে।

এছাড়াও জরিঘরের ভিতরের অংশে ১৮ মিটার দৈর্ঘ্য ও ৭০ মিটার উচ্চতা বিশিষ্ট পাত স্থাপন করা হয়েছে। এবং «ولا تحسبن الذين قُتِلوا في سبيل الله امواتاً بل احياء عند ربهم يرزقون» আয়াত লেখা অপর পাত জরিঘরের উপরের অংশে স্থাপন করা হয়েছে এবং পশ্চিম দিকে ওপরের অংশে قرآنی «جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ لَهُمْ فِيهَا مَا يَشَآؤُونَ كَذَلِكَ يَجْزِي اللّهُ الْمُتَّقِينَ »{النحل/31} লেখা হয়েছে।

বার্মার সেগুন কাঠ দিয়ে নতুন এই জরিঘরের কাঠামো নির্মাণ করা হয়েছে। হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের নতুন জরিঘরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, জরিঘরের ভিতর ও বাহিরের অংশে কোন প্রকার কৃত্রিম রং ব্যবহার করা হয়নি এবং সেগুন, ওক, কমলা, তিল, আখরোট, জয়তুন এবং ... কাঠ ব্যবহার করে নতুন জরিঘর নির্মাণ করা হয়েছে।

iqna



captcha