IQNA

নিউইয়র্কে হামলার দায় স্বীকার করলো দায়েশ

4:34 - November 04, 2017
সংবাদ: 2604240
আন্তর্জাতিক ডেস্কঃ নিউ ইয়র্কের ম্যানহাটনে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে দায়েশ। ঐ হামলায় ৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

শাফাকানা’র উদ্ধৃতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গতকাল (শুক্রবার, ৩ নভেম্বর) সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের সাথে সম্পৃক্ত বিভিন্ন ওয়েব সাইট, নিউইয়র্ক হামলার সাথে জড়িত ব্যক্তি দায়েশ সদস্য –এ কথা উল্লেখ করে জানিয়েছে: দায়েশ সদস্য নিউইয়র্ক শহরের একটি সড়কে কয়েকজনকে গাড়ি চাপা দিয়েছে। হামলায় ২০ এর অধিক লোক হতাহত হয়েছে।

নিউইয়র্ক সিটি মেয়র জানিয়েছেন, হামলাকারী উজবেক বংশোদ্ভূত এবং নিজের দায়েশের সাথে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে।

উজবেক বংশোদ্ভূত সাইফুল্লাহ সাইপোভ গত মঙ্গলবার স্থানীয় সময় রাতে, নিউইয়র্কের ম্যানহাটন এলাকায় নিজের পিক আপ ভ্যান দিয়ে কয়েকজনকে চাপা দেয়। এর পরপরই পুলিশের গুলিতে আহত হলে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সে একটি নোটে দায়েশের সাথে তার বাইয়াত করার বিষয়টি স্বীকার করার পাশাপাশি হাসপাতালে যে কক্ষে তাকে রাখা হয়েছে সেখানে দায়েশ সন্ত্রাসী গোষ্ঠির পতাকা স্থাপনের জন্য তার চিকিৎসক টিমকে পীড়াপীড়ি করতে থাকে।

ঐ হামলায় সাইফুল্লাহ সাইপোভ কয়েকজন সাইকেল আরোহি ও পথচারীকে চাপা দেয়।#3659529


captcha