IQNA

শ্রীলংকায় মুসলমানদের উপর হামলায় ইসলামী সহযোগিতা সংস্থার উদ্বেগ প্রকাশ

20:22 - March 07, 2018
সংবাদ: 2605202
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকার আম্বারা শহরে মুসলমানদের বেশ কয়েকটি বাড়ী, দোকান, গাড়ি এবং মসজিদে হামলা চালিয়েছে সেদেশের বিভ্রান্ত বিক্ষোভকারীরা। এই হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী সহযোগিতা সংস্থা।

 

বার্তা সংস্থা ইকনা: শ্রীলঙ্কায় মসজিদ ও মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর একের পর এক হামলার পর দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।

মধ্যাঞ্চলীয় ক্যান্ডি শহরের কিছু কিছু এলাকায় আবার কারফিউ জারি করা হয়েছে যেখানে সংখ্যাগুরু বৌদ্ধ সিনহালারা মুসলিমদের মালিকানাধীন দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছিলো। এধরণের হামলার জন্য উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী সহযোগিতা সংস্থা।

স্থানীয় একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, ‘চারটি মসজিদ, ৩৭টি বাড়িঘর, ৪৬টি দোকান এবং ৩৫টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। সবকিছু ভেঙে ফেলা হয়েছে, মুসলিমরা এখন সেখানে আতঙ্কের মধ্যে বসবাস করছে।

কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির পাশে মুসলিম এক তরুণের মরদেহ উদ্ধারের পর সেখানে উত্তেজনা বৃদ্ধি পায়। মুসলিমরাও প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কায় কর্তৃপক্ষ জরুরী অবস্থা ঘোষণা করেছে।

মঙ্গলবার মন্ত্রীসভার এক বৈঠকের পর জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনা করে ১০ দিনের জন্যে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।

সপ্তাহ খানেক আগে গাড়ি সংক্রান্ত এক বিরোধের জেরে মুসলিমরা বৌদ্ধ এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে- এরকম একটি অভিযোগের পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গত সপ্তাহে আমপারে শহরেও মুসলিম মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদে হামলা চালানো হয়।

২০১২ সালের পর থেকে শ্রীলঙ্কায় উত্তেজনা বাড়তে থাকে। কট্টরপন্থী একটি বৌদ্ধ গ্রুপ বিবিএসের বিরুদ্ধে উত্তেজনায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে।

iqna

 

 

captcha