IQNA

ক্ষুদে আব্দুল বাসিত হিসেবে প্রসিদ্ধ মিশরের মুহাম্মাদ আলা আহমাদ

18:55 - March 28, 2018
সংবাদ: 2605374
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের ৮ বছরের ক্বারী মুহাম্মাদ আলা আহমাদ তার সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে ক্ষুদে আব্দুল বাসিত হিসেবে খ্যাতি অর্জন করেছেন।



বার্তা সংস্থা ইকনা: মিশরের বেনি সুফ প্রদেশের নাগরিক ৮ বছরের বালক মুহাম্মাদ আলা আহমাদ। তিনি মিশরের প্রসিদ্ধ ক্বারীদের অনুসরণ করেন। ইতিমধ্যে তিনি ক্ষুদে "আব্দুল বাসিত" নামে খ্যাতি অর্জন করেছেন।
মুহাম্মাদ আলা আহমাদ মিশরের প্রসিদ্ধ ক্বারী "আব্দুল বাসিত" এবং "মানশাভী"কে অনুকরণ করেন। তার তিলাওয়াতের স্টাইল ঠিক আব্দুল বাসিতের মতো। এজন্য তাদের ক্ষুদে আব্দুল বাসিত নামকরণ করা হয়েছে।
মিশরের এই ক্ষুদের ক্বারি তার পিতার সাহায্যে কুরআন তিলাওয়াতের সকল নিয়ম-কানুন শিখেছেন। বর্তমানে তিনি পবিত্র কুরআনের ১০ পারা হেফজ করেছেন।
উল্লেখ্য, "আব্দুল বাসিত আব্দুস সামাদ" এবং "মুহাম্মাদ সাদিক আল-মানশাভী" বিংশ শতাব্দীর মিশরের খ্যাতনামা ক্বারী। বিশ্বে মিশরের এই দুই ক্বারির যথেষ্ট নাম ডাক রয়েছে।
iqna

 

captcha