IQNA

তুরস্কে মসজিদ পরিষ্কার করছে রোবট

14:06 - June 05, 2018
সংবাদ: 2605915
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের নুপা কোম্পানি ঘোষণা করেছে, মসজিদ ঝাড়ু দেয়ার জন্য একটি রোবট নির্মাণ করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ট্রোঙ্কো রোবোটিক্স কোম্পানি মুরু নামক এই রোবটটি নির্মাণ করেছে।
কোম্পানির প্রধান "কারিম সিনসান" এ ব্যাপারে বলেন: এই রোবটটি মসজিদের গালিচা পরিষ্কার করার জন্য নির্মাণ করা হয়েছে। গালিচা পরিষ্কারের সময় রোবটটি অতি বেগুনী রশ্মি এবং গ্যাস নির্গতের মধ্যমে গালিচাটিকে জীবাণুমুক্ত করবে।
তিনি বলেন: এই রোবটটি মোবাইলের একটি অ্যাপ্লিকেশন দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব।
কারিম সিনসান বলেন: কয়েক মাস পূর্বে আমি শুনলাম, দুই জন বৃদ্ধ ব্যক্তি যাদের শ্বাসযন্ত্র এবং চোখের সমস্যা রয়েছে, তারা স্থানীয় মসজিদে গেল তখন তারা সমস্যার সম্মুখীন হলেন। একথা শোনা এই রোবট নির্মাণের চিন্তাটি আমার মাথায় আসে।
তিনি বলেন: ঐ দুই বৃদ্ধ ব্যক্তিকে ডাক্তার বলেছে, মসজিদে গেলে তাদের সমস্যা আরও বাড়িয়ে দেবে।
কারিম সিনসান আরও বলেন: মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তিনি বলেন: প্রতি মাসে একবার এই মসজিদ পরিষ্কার করা হয়। এই কথা শোনার পর আমি এই রোবটটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করি। এই রোবটের মাধ্যমে মসজিদ অতি সহজেই পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা সম্ভব।
iqna

 

 

captcha