IQNA

ইমাম কাযিম (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগদাদে নিরাপত্তা জোরদার

20:59 - April 01, 2019
সংবাদ: 2608246
আন্তর্জাতিক ডেস্ক: বাগদাদের গভর্নর ফালাহ আল-জাযায়েরি বলেছেন: ইমাম কাযিম (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিরাপত্তা ব্যবস্তা জোরদার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের রাজধানী বাদগাদের অদূরে কাজেমাইন শহরে ইমাম কাযিম (আ.)এর পবিত্র মাযার। তাঁর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে লাখ লাখ জিয়ারতকারী সেখানে উপস্থিত হবেন।

এই ব্যাপারে বাগদাদের গভর্নর বলেন: নিরাপত্তা ও সেবা বিভাগের সকল কর্মকর্তা ও প্রশাসনিক ইউনিটের সকল সদস্য জিয়ারতকারীদের সেবার জন্য মোতায়েন করা হয়েছে।

কজেমাইন শহরে অবস্থিত ইমাম কাজিম (আ.) এবং ইমাম মুহাম্মাদ ত্বাকী (আ.)এর পবিত্র মাযারের পরিচালক বলেন: জিয়ারতকারীদের সকল প্রকার সেবা প্রদানের জন মাযারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।

প্রতি বছরের ন্যায় এ বছরেও ইমাম কাযিম (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরাকের বিভিন্ন শহর সহ বিশ্বের বিভিন্ন দেশের জিয়ারতকারীগণ কাজেমাইনে উপস্থিত হবেন।

উল্লেখ্য, ইরাকের ক্যালেন্ডার অনুযায়ে আগমীকাল ২৫শে রজব। ১৮৩ হিজরির ২৫ রজব (খ্রিস্টিয় ৭৯৯ সনে) বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইত (আ.) ও নিষ্পাপ ইমামকুলের অন্যতম সদস্য হযরত ইমাম মুসা কাযিম (আ.) শাহাদাত বরণ করেন।

ইমাম কাযিম (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষকী উপলক্ষে ইরাকের বাগদাদ, মিইসান, ওয়াসিত, জ্বিল ক্বার এবং আল মুছান্না প্রদেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। iqna

 

captcha