IQNA

শ্রীলংকায় ইসলামভীতি বৃদ্ধি; ওআইসির উদ্বেগ

6:23 - July 05, 2019
সংবাদ: 2608833
আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলংকায় ইসলামভীতি বৃদ্ধি পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামি সমন্বয় সংস্থা (OIC)।

ইয়েনি শাফাকে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গতকাল ৫ জুলাই প্রকাশিত এক বিবৃতিতে শ্রীলংকা ইস্যুতে অত্যন্ত সূক্ষ্মভাবে নজর রাখার কথা উল্লেখ করে দেশটিতে ইসলামিভীতি বৃদ্ধি পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

মুসলমানদের সম্পর্কে ঘৃণার জন্ম দেয় ও উস্কানীমূলক মন্তব্য একইভাবে ইসলামিভীতিবৃদ্ধি করে এমন বিষয়গুলোতে কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করা হয়েছে। এ সকল বিষয় দেশের নিরাপত্তাকে বিঘ্নিত ও হুমকির মুখে ফেলবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

যেকোন প্রকারের সন্ত্রাস ও উগ্রতাবাদের বিরুদ্ধে ওআইসি’র অবস্থান স্পষ্ট করে ঐ বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের কোন ধর্ম নেই, কোন সমাজেই উগ্র কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, শ্রীলংকার মুসলমানরা এদেশের মোট জনসংখ্যার শতকরা ৯.২ শতাংশ। চলতি বছরের ২১ এপ্রিল দায়েশ কর্তৃক এদেশের বিভিন্ন গীর্জা ও হোটেল আত্মঘাতী হামলার পর দেশটিতে লক্ষণীয় হারে ইসলামভীতি বৃদ্ধি পেয়েছে। ঐ হামলায় ২৫০ লোক নিহত এবং আহত হয় ৫০০।#3824487

 

captcha