IQNA

ওমানে ১৪টি নতুন মসজিদ নির্মিত হবে

22:45 - October 01, 2019
সংবাদ: 2609343
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের “সুলতান কাবুস” সেন্টার ফর এক্সিলেন্স ইন কালচার অ্যান্ড সায়েন্স সেন্টারের মহাসচিব সেদেশে ১৪টি নতুন মসজিদ নির্মাণ করার খবর জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ওমানের “সুলতান কাবুস” সেন্টার ফর এক্সিলেন্স ইন কালচার অ্যান্ড সায়েন্স সেন্টারের মহাসচিব হাবীব বিন মুহাম্মাদ আল-রিয়ামী ঘোষণা করেছেন: ওমানের ধর্মীয় আচার অনুষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডের ব্যাপারে ওমানের বাদশাহের বিশেষ গুরুত্ব থাকার কারণে দেশের বিভিন্ন প্রদেশে ১৪টি নতুন বড় “সুলতান কাবুস” মসজিদ নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন: “সুলতান কাবুস” সেন্টার ফর এক্সিলেন্স ইন কালচার অ্যান্ড সায়েন্স সেন্টারটি ওমানের বাদশাহের সকল ধর্মীয় ও সাংস্কৃতিক সেন্টার, ওমানের বৃহৎ শহরের ৩৬টি মসজিদ এবং তানজানিয়ার জাঞ্জিবার জামে মসজিদ নিয়ন্ত্রণ করছে।
ওমান দেশটি আরব উপদ্বীপের পশ্চিমে অবস্থিত এবং এই দেশটি মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছে।  iqna

captcha