IQNA

কাজাখিস্তানে ক্বিরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

9:29 - December 26, 2019
সংবাদ: 2609904
আন্তর্জাতিক ডেস্ক: কাজাখিস্তানের “তারায” শহরে নারীদের জন্য ক্বিরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাজাখিস্তানের তারায শহরের “আবু বকর আল-সাদিক” মসজিদে “সঠিক পথ: কুরআন” শিরোনামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৪টি বিভাগে মোট ৮৭ জন নরী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এরমধ্যে ক্বিরাত বিভাগে ১৭ জন, রাওয়ানখানি বিভাগে ৩৮ জন, এক পারা হেফজ বিভাগে ১৭ জন এবং অর্ধ পারা হেফজ বিভাগে ১৫ জন নারী অংশগ্রহণ করেছেন।
প্রতিযোগিতার বিচারক কমিটির তত্ত্বাবধায়নে ছিলেন জাম্বিল প্রদেশের কাজাখিস্তানের আধ্যাত্মিক ব্যুরোর প্রতিনিধি "কানাত জুমাকুল"। তিনি পবিত্র কুরআন তিলাওয়াতের সাওয়াব সম্পর্কে আলোচনা করেছেন।
প্রতিযোগিতার শেষে প্রতি বিভাগ থেকে শীর্ষ স্থানে উত্তীর্ণ চার জনকে প্রশংসা ফলকসহ পুরস্কার বিতরণ করা হয়েছে।
তারায, তালাস, তরাজ অথবা তোরাজ শহর হচ্ছে মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক শহর। এই শহরটি কাজাখিস্তানের জাম্বিল প্রদেশে অবস্থিত।  iqna

 

captcha