IQNA

ইয়েমেনের সীমান্তে সৌদির হামলা / নয় নারী আহত

20:49 - February 20, 2022
সংবাদ: 3471459
তেহরান (ইকনা): ইয়েমেনের উত্তর সীমান্ত এলাকায় সৌদি আর্টিলারির গোলাবর্ষণে অন্তত নয়জন আহত হয়েছেন।
জাতিসংঘের নীরবতার মধ্যে দিয়ে উত্তর ইয়েমেনের দক্ষিণ সীমান্তে আবাসিক এলাকায় সৌদি আরবের ভাড়াটে সৈন্যরা বেসামরিকদের মধ্যে হামলা অব্যাহত রেখেছে।
 
সৌদি আর্টিলারি গতকাল রাতে সাদা প্রদেশের সীমান্ত শহর বাকিমের আল-কাহর এলাকায় গোলা বর্ষণ করেছে, এতে অন্তত নয়জন ইয়েমেনি নারী আহত হয়েছেন।
 
এদিকে সীমান্তবর্তী শহর শাদাতে সৌদি সেনাবাহিনীর আর্টিলারি হামলায় অন্তত দুই ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন।
 
উত্তরাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের হারাজ এলাকায় সৌদি বিমান বাহিনী অন্তত ছয় দফা হামলা চালায়। তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটেছে কিনা এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি। এছাড়াও আল-বায়দায় আল-শাওয়াদিয়া শহরে দুবার বিমান হামলা চালানো হয়েছে।
 
সৌদি জোট ইয়েমেনের বেসামরিক এলাকায় বিমান ও স্থল হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু চালিয়ে যাচ্ছে। অথচ আন্তর্জাতিক ফোরামে দাবি করছে যে, তারা শত্রুতা বন্ধ এবং সংকটের অবসানকে স্বাগত জানায়!
 
সৌদি-আমেরিকান জোট ২০১৫ সালের ২৬ এপ্রিলের বিপ্লবকে দমন করতে এবং আনসারুল্লাহকে বাধা দিতে ইয়েমেনে আক্রমণ করেছিল। এরমধ্যে সৌদি আরবকে ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিসহ আরও বেশ কয়েকটি আরব দেশ জোটকে সামরিক ও অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে।  iqna
 
captcha