IQNA

রাশিয়ার বিপক্ষে ভোট না দেওয়ায় বাংলাদেশকে টিকা দেবে না লিথুনিয়া

20:24 - March 07, 2022
সংবাদ: 3471532
তেহরান (ইকনা): ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটদান থেকে বিরত থাকায় বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে লিথুনিয়া। দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েন বিষয়টি জানিয়েছেন। খবর এলআরটি।
এই সপ্তাহের শুরুতে লিথুনিয়ান সরকার বাংলাদেশেকে ফাইজারের ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ করোনার টিকা পাঠানোর সিদ্ধান্ত নেয়। 
 
 
বুধবার (০২ মার্চ) জাতিসংঘের সাধারণ পরিষদে ‘সর্বসম্মতিক্রমে’ রাশিয়াকে "অবিলম্বে" ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়, যাতে বাংলাদেশ ভোটদান থেকে বিরত থাকে।
 
 
টানা দুই দিন জাতিসংঘ সাধারণ পরিষদে বিতর্কের পর ইউক্রেনের রাষ্ট্রদূত তার দেশে রাশিয়ার চালানো অভিযানকে গণহত্যার সাথে তুলনা করেন। যাতে জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ১৪১টি দেশই এই প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করে। 
 
 
বাংলাদেশসহ আরো ৩৫টি দেশ এই ভোটদান থেকে নিজেদের সরিয়ে রাখে এবং ৫টি দেশ রাশিয়ার পক্ষে ভোট দান করে। এই পাঁচটি দেশ হলো – ইরিত্রিয়া, উত্তর কোরিয়া, সিরিয়া, বেলারুশ এবং রাশিয়া। 
 
 
জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবটিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ও ভ্লাদিমির পুতিনের পরমাণু বোম নিয়ন্ত্রকারি বাহিনীকে সতর্ক থাকার নির্দেশের ‘নিন্দা’ জানানো হয়। 
 
একই সময়ে, সাধারণ পরিষদ ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন প্রকাশ করেছে।
captcha