IQNA

পশ্চিম তীরে বাসে গুলি, ইসরাইলি ৫ সেনা আহত

0:01 - September 06, 2022
সংবাদ: 3472414
তেহরান (ইকনা): ইসরাইলি গণমাধ্যম পশ্চিম তীরে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের একটি বাসে গুলি চালানোর খবর দিয়েছে। এই হামলায় অন্তত পাঁচজন জায়নবাদী আহত হয়েছে বলে জানা গেছে।
অধিকৃত পশ্চিম তীরে একটি বাসে বন্দুক হামলায় চালক ও ইসরাইলের পাঁচ সেনা আহত হয়েছে। 
 
একটি গাড়িতে থাকা ব্যক্তিরা বাসটিকে ওভারটেক করে। এরপরই বাসটি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। বাসটি থেমে গেলে আগুন দেয়ার চেষ্টা করে।  
 
হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। ইসরাইলি কর্তৃপক্ষ বলেছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন দুই অস্ত্রধারীকে আটক করা হয়েছে।
 
দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, তার বাহিনী তাৎক্ষণিকভাবে তাড়া করে সন্দেহভাজনদের দুজনকে ধরতে পেরেছে।
 
ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, এই অভিযানে ইহুদিবাদীদের বহনকারী একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দখলদার সরকারের সেনাবাহিনী রামাল্লার পূর্বে সালওয়াদ গ্রামের প্রধান দক্ষিণের প্রবেশপথ অবরোধ করে রেখেছে।
 
এদিকে হিব্রু-ভাষী সূত্র দাবি করেছে যে এই অভিযানে কোন ইহুদি আহত হয়নি, এবং বলেছে যে এই বাসে অন্তত ১০টি গুলি চালানো হয়েছে। 4083209
captcha