IQNA

ইউক্রেন যুদ্ধের শুরুতে পশ্চিমারা যা বলেছিল

0:02 - October 10, 2022
সংবাদ: 3472618
তেহরান (ইকনা):  ইউক্রেন - রাশিয়া সংঘাতের শুরুতে পশ্চিমারা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের চার অঞ্চল যে রাশিয়া নিজের অন্তর্ভুক্ত করে নেবে তা ভবিষ্যদ্বাণী করে নি বা বুঝতে পারে নি। 

পশ্চিমারা মনে করেছিল যে রাশিয়া কিয়েভ সহ সমগ্র ইউক্রেন দখল করে নেবে এবং তখন রুশ বাহিনীকে  আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর মতো দীর্ঘ ক্লান্তিকর গেরিলা যুদ্ধে জড়িয়ে ফেলে শ্রান্ত ও ধরাশায়ী করে দেবে পশ্চিমারা । রাশিয়া সেটা ভালো করেই জানত । রাশিয়ার যে এক বিরাট লক্ষ্য ছিল ইউক্রেনের রুশ অধ্যুষিত চার অঞ্চল ইউক্রেনের বৈষম্যমূলক আচরণ ও লাঞ্ছনা - বঞ্ছনা থেকে মুক্ত করা তা ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের গতি প্রকৃতি থেকে বোঝা গিয়েছিল । কিন্তু পশ্চিমারা তা ঠিক মতো বুঝতে পারে নি। এ কারণেই রাশিয়া কিয়েভ দখল করে নি । বরং কিয়েভের অনেক নিকটে পৌঁছে গিয়েও সেখান থেকে সড়ে এসে  ইউক্রেনের রুশ অধ্যুষিত চার অঞ্চল দখল করে তা পাকাপোক্ত ও সুসংহত করায় আত্ম নিয়োগ করে রাশিয়া এবং অবশেষে গণভোট অনুষ্ঠিত করে ঐ সব অঞ্চল রাশিয়া নিজের অন্তর্ভুক্ত করে নেয় ক্রিমিয়ার মতো । ৭ বছর আগে ক্রিমিয়া অন্তর্ভুক্ত করে
 
নিলে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা অবরোধ , প্রতিবাদ ও আপত্তি করা ছাড়া আর এর বেশি কিছু করতে পারে নি। 
ইউক্রেনে পশ্চিমা ন্যাটো জোটের সম্প্রসারণ হলে সে দিক থেকে নিজেকে অনেকটা নিরাপদ করতে পারবে রাশিয়া নিজেকে এ চার অঞ্চল অন্তর্ভুক্ত করার মাধ্যমে ।
 
এখন রাশিয়া ধীরে সুস্থ্যে ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যেতে পারবে । বরং ইউক্রেনকে আক্রমণাত্মক যুদ্ধ করতে হবে গেরিলা যুদ্ধের পরিবর্তে । আর রাশিয়া এভাবে পশ্চিমাদেরকে ইউক্রেনে দীর্ঘ মেয়াদি ক্লান্তিকর সামরিক সংঘাতে জড়িয়ে রেখে পশ্চিমা অর্থনীতির দুরবস্থা আরো বাড়িয়ে দেবে । কিয়েভ দখলের মতো কৌশলগত ভুল সিদ্ধান্ত নিলে  দীর্ঘ মেয়াদি ক্লান্তিকর গেরিলা যুদ্ধের ফাঁদে পড়ত রাশিয়া । বরং এখন ইউক্রেন ও ন্যাটোই এ ধরণের ফাঁদে পড়তে যাচ্ছে । আর এ বিষয়টা আতিককে বলেছিলাম ইউক্রেনে রাশিয়ার এ বিশেষ সামরিক ব্যবস্থা গ্রহণের কিছু দিন পরে। 
 
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
 
 
 
 

 

captcha